News Thumbnail 1 9

নিজের বন্দুক থেকে গুলি বিদ্ধ হয় বিএসএফের এক যুবক। ঘটনা মহারানী বিএসএফ ক্যাম্পের অধীন রইস্যাবাড়ি বর্ডার পোস্টে। তার নাম মানি কুন্দন বয়স আনুমানিক ২৪ বছর। তার বুকের বাঁদিকে গুলি লেগে বেরিয়ে যাই। অসংখ্য জনক ভাবে প্রথমে নতুন বাজার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোমতী জেলা হাসপাতালে রেফার করে দেয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে তাকে হাঁপানিয়া স্থিত TMC হাসপাতলে রেফার করে। এই নিয়ে মুখ খুলতে নারাজ বিএসএফের কর্তব্যরত অফিসার গন।