Mayor AMC visits flood affected refugees
Mayor AMC visits flood affected refugees

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রবল বর্ষণের জেরে রাজধানী লাগোয়া হাওড়া নদী ও কাটাখালে জলস্ফীতি হওয়ার ফলে, আগরতলা শহরের নিম্নঞ্চলের বাড়িগুলিতে জল ঢুকে পড়েছে

যার ফলে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের আগরতলা পৌর নিগমের ১৩ নং ওয়ার্ডের অন্তর্গত ঋষি কলোনী এলাকার বাসিন্দাদের ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে।তাদের থাকা-খাওয়া সবই প্রশাসনের তরফে ব্যবস্থা করা হচ্ছে.

এই ত্রাণ শিবির সহ ,রাস্তা, ড্রেন, ব্রিজ সহ পুরবাসীর বিভিন্ন বিভিন্ন সমস্যা ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার। প্রসঙ্গত প্রতিনিয়তই তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করেন আগরতলা শহরকে সুন্দর রাখতে। তারই অঙ্গ হিসাবে আজকের এই সফর। রেমালের তাণ্ডবে গোটা রাজ্যসহ আগরতলা শহরের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিচ্ছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা

একটাই লক্ষ্য এই সময়ে কারুর যাতে কোন ধরনের অসুবিধা না হয় সেজন্য সরকার নজর রাখছে

একইভাবে আগরতলা পৌরনিগমের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে