At last, Mr. Honcho is finally behind bars!!
At last, Mr. Honcho is finally behind bars!!

সামাজিক মাধ্যমে কুৎসা, মা বোনেদের সম্পর্কে অশালীন মন্তব্য এবং বিভিন্ন সাইবার ক্রাইমে যুক্ত থাকায় পশ্চিম থানার পুলিশ গতকাল তাকে গ্রেফতার করে আল আমিন ওরফে (Mr. Honcho). আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পশ্চিম থানার ওসি পরিতোষ দাস। ইউটিউব অথবা ফেসবুক চ্যানেলে দেশবিরোধী কনটেন্ট অথবা অশ্লীল কনটেন্ট করলে হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। গতকাল এক কনটেন্ট ক্রিয়েটরকে আটক করে দেশবিরোধী এবং মহিলাদের প্রতি অশ্লীল কন্টেন্ট করার অপরাধে। তার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মিস্টার হুনছো। তার নাম আল আমিন মিয়া, বাড়ি রাজনগর। প্রসঙ্গত তুষার কান্তি আচার্য এবং আরও পাঁচজন মিলে তার বিরুদ্ধে দেশবিরোধী কনটেন্ট করার নিয়ে এক মামলা করে পশ্চিম থানায়। পুলিশ মামলা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে তাকে আটক করে এবং তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা গ্রহণ করে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে এবং পাঁচ দিনের পুলিশ রিমান্ড চাওয়া হবে বলে জানান পশ্চিম থানার ওসি পরিতোষ দাস। পাশাপাশি অন্যান্য কনটেন্ট ক্রিয়েটরদের ও  সতর্ক করে দেন সতর্কতার সঙ্গে কন্টেন্ট করার।