বুধবার ইন্ডিয়ান সাইক্রিয়াটিক সোসাইটি ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ এর উদ্যোগে ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে ২০২৫ কে কেন্দ্র করে এক সচেতনতা র্যালির আয়োজন করা হয়, রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে। এই রেলীর সূচনা করেন রাজ্যের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা জি বি ও এজিএমসি হসপিটাল এর প্রিন্সিপাল ডাক্তার অনুপ কুমার সাহা, হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাক্তার শঙ্কর চক্রবর্তী, ডাক্তার দীপায়ন সরকার ডাক্তার প্রিয়জ্যোতি চাকমা প্রমূখ।
রেলিতে অংশগ্রহণ করেন বিভিন্ন নার্সিং কলেজ থেকে আগত পড়ুয়া ছাত্র ছাত্রীরা, বিশেষভাবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ আগরতলার সদস্যরা। রোটারি ক্লাব অফ আগরতলার পক্ষে সভাপতিত্ব করেন সভাপতি রোটারিয়ান কিশালয় ঘোষ, সম্পাদক ডাক্তার প্রিয়নাথ দাস সহ অন্যান্যরা।


