বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশ চলাকালীন দুই বাংলাদেশি-সহ ৫ জনকে গ্রেপ্তার করল বিএসএফ। সোমবার রাতে এই ঘটনা ঘটে ত্রিপুরার সাব্রুম এলাকায়। ধৃতদের মধ্যে ৩ জন ভারতীয় বলে জানা গিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার বাংলাদেশ সীমান্ত থেকে পেরিয়ে ভারতে অবৈধভাবে ঢুকে পড়েছিলেন ওই ৫ জন। সীমান্তবর্তী জলকুম্ভ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় ওই ৫ জনকে। সাব্রুমের এসডিপিও নিত্যানন্দ সরকার বলেন, অনুপ্রবেশের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে চলছে জিজ্ঞাসাবাদ। ধৃতদের মধ্যে ৩ জন ভারতীয় ও ২ জন বাংলাদেশি।
ওই আধিকারিক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ওই তিনজন ভারতীয় বাংলাদেশে তাঁদের আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। পরে সেখানে ছাত্র আন্দোলনের জেরে আটকে পড়েন। এর দীর্ঘদিন পর সেখানকার পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন তারা। গ্রেপ্তার তিন ভারতীয়ের সঙ্গে থাকা দুই বাংলাদেশি তাঁদের আত্মীয় বলেই জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ভারতের পাকাপাকিভাবে থাকতে ওই ৩ ভারতীয়ের সঙ্গে এপারে চলে আসেন ২ জন বাংলাদেশি। কী উদ্দেশে অভিযুক্তরা ভারতে অনুপ্রবেশ করেছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।
উল্লেখ্য, বাংলাদেশে ছাত্র আন্দোলন ও হাসিনা সরকারের পতনের পর, হিন্দুদের উপর ব্যাপক নির্যাতনের জেরে ব্যাপকভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চলেছে। সীমান্তের ওপারে হাজার হাজার মানুষের ভিড়ের ছবি দেখেছে দেশ। এই পরিস্থিতিতে ভারত ও বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তার নির্দেশ দেয় কেন্দ্র। তার পরও এহেন অনুপ্রবেশ চিন্তা বাড়াচ্ছে ভারত সরকারের।