Blood Donation on the Occasion of Red Cross Foundation Day
Blood Donation on the Occasion of Red Cross Foundation Day

৮ ই মে রেডক্রস সোসাইটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে ২ দিন ব্যাপী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংস্থার উদ্যোগে ৭ ই মে আগরতলাস্থিত কেন্দ্রীয় শাখায় এবং ৮ ই মে একই সময়ে একই সঙ্গে রাজ্যের বাকি সাতটি জেলায় রক্তদান শিবির আয়োজন করা হয়। উল্লেখ্য, রেডক্রস সোসাইটির প্রতিষ্ঠাতা জা হেনরী ডুরান্টের জন্মদিন উপলক্ষে ওয়ার্ল্ড রেডক্রস ডে পালন করা হয়। বুধবার সংস্থার আগরতলাস্থিত মূল কার্যালয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করেন রেডক্রস ত্রিপুরা শাখার সভাপতি রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এছাড়াও ওইদিন উপস্থিত ছিলেন রেডক্রসের রাজ্য শাখার সহ-সভাপতি পরমানন্দ সরকার ব্যানার্জি চেয়ারম্যান বিমল কান্তি রায় সহ অন্যান্যরা ।
এদিন স্বাগত ভাষন রাখতে গিয়ে রেডক্রস ত্রিপুরা রাজ্য শাখার সাধারণ সম্পাদক চন্দন দেবনাথ বলেন, বিগত দিনে এই সংস্থার সামাজিক কার্যক্রম যেমন বিকশিত ছিল আগামীদিনে তা নতুনভাবে নবরুপে আরো বেশী দায়িত্বশীলতার মাধ্যমে বিকশিত করা হবে। সামাজিক যেকোন দায়িত্ব পালনে রেডক্রস এবং রেডক্রস ভলন্টিয়াররা সর্বদা সচেষ্ট ইতিবাচক ও অগ্রণী ভুমিকা পালন করবে ।
অনুষ্ঠানের উদ্বোধক তথা রাজ্যপালের বক্তব্যে উঠে আসে ত্রিপুরার নাগরিকদের সচেতনতার কথা। তিনি বলেন, ত্রিপুরায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে প্রায় সকলেই অবগত। তবে রক্তের প্রয়োজনীয়তা একেবারে শেষ হবার সুযোগ নেই। মানুষের যেকোন সময় রক্তের প্রয়োজন হতে পারে। তাই সবাইকে তিনি এই মহৎ কাজে আরো বেশী করে অংশগ্রহণ করতে অনুরোধ করেন। বিপুল উৎসাহ নিয়ে রক্তদাতারা শিবিরে অংশগ্রহণ করেন।
এদিন মোট ৩৪ জন রক্তদান করেন। বৃহস্পতিবার একইমঞ্চ থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে সংস্থার জেলাভিত্তিক রক্তদান শিবিরের উদ্বোধন করা হয়।ভার্চুয়ালি রক্তদান শিবিরগুলির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুখ্যমন্ত্রী ডা:মানিক সাহা। তিনি সব জেলার রক্তদাতাদের সাথে ভার্চুয়ালি কথা বলেন এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে অবহিত ও উৎসাহিত করেন।
বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রেডক্রসের প্রতিষ্ঠাতা জ্যাঁ হেনরি ডুরান্ট যেভাবে সমাজজীবনের উন্নতিসাধনে আত্মনিয়োগ করেছিলেন আমাদের প্রাত্যহিক জীবনেও তা অনুসরণ করা দরকার। তিনি আরো বলেন, ত্রিপুরায় রক্তদানের ক্ষেত্রে রক্তদাতাদের উৎসাহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে যা একটি শুভলক্ষণ।পাশাপাশি তিনি গোটা রাজ্যব্যাপীদের এতোবড় পরিসরে প্রতিটি জেলায় একই সময়ে একই দিনে রক্তদান শিবির আয়োজন করার জন্য রেডক্রসের সদ্য গঠিত নতুন কমিটিকে সাধুবাদ জানান।
এদিন সাতটি জেলা দক্ষিণ, সিপাহিজলা, গোমতি, খোয়াই, ধলাই, উত্তর, উনকোটি ত্রিপুরা জেলায় একযোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । প্রায় ২০০ জনের মতো রক্তদাতা রাজ্যব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণ করেন । এছাড়াও এতদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ড:বিশাল কুমার । রেডক্রস ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে আগরতলা রেডক্রস ভবনে আয়োজিত দুদিন ব্যাপি এই অনুষ্ঠানে শহরের ডাক্তার, শিক্ষাবিদ, রেডক্রস ভলন্টিয়ার সহ বিশিষ্ট জন ও সাধারণ মানুষের উপস্থিতিতে রেডক্রস প্রেক্ষাগৃহ ছিল পরিপূর্ণ। নতুন কমিটি দায়িত্ব পাওয়ার পর পরই এই সংস্থাকে রাজ্যের জেলা ও সাবডিবিশন পর্যন্ত ঢেলে সাজানোর কর্মসূচি হাতে নিয়েছে দেখে মুখ্যমন্ত্রী সন্তোষ ব্যক্ত করেন। পাশাপাশি রেডক্রশের জন্মদিনে রাজ্যব্যাপী রক্তদানের মতো শুভ উদ্যোগ নেয়ার জন্যে সংস্থার কর্মকর্তাদের প্রশংসা করেন তিনি।