Brutal attack on Journalist Sujit Acharjee
Brutal attack on Journalist Sujit Acharjee

সুশাসনের রাজ্যে ফের আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আহত চিত্র সাংবাদিকের নাম সুজিত আচার্য। সে একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে কর্মরত।ঘটনা রবিবার রাতে। বর্তমানে জিবিতে চিকিৎসাধীন আহত সাংবাদিক। আক্রান্ত চিত্র সাংবাদিক সুজিত আচার্য জানায় রবিবার মলয়নগর বাইপাস এলাকায় অনুকূল ঠাকুরের উৎসব সরাসরি সম্প্রচারের জন্য গিয়েছিল সে।

লাইভ সম্প্রচার শেষ হতে রাত্রি আনুমানিক ১২ টা বেজে যায়। তারপর সে সবকিছু গুছিয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে। দীর্ঘ সময় পর গাড়ি সেখানে পৌছায়। তখন সে গাড়ির চালকের কাছে জানতে চায় কেন এত বিলম্ব হয়েছে। এতে গাড়ি চালক উত্তেজিত হয়ে যায়। পরে সে মালপত্র গাড়িতে তুলে দিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়।

সিদ্ধি আশ্রম এলাকায় আসার পর গাড়ি চালক একটি ইকো গাড়িতে করে ৫ থেকে ৬ জন যুবককে নিয়ে আসে। ইকো গাড়িটি প্রথমে তাঁর বাইকের পিছনে ধাক্কা দেয়। এতে সে বাইক নিয়ে পরে যায়। তারপর ঐ গাড়ি চালক সহ ইকো গাড়িতে থাকা যুবকরা লোহার রড দিয়ে তাকে বেধড়ক ভাবে মারধর করে। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে এগিয়ে আসে এবং অভিযুক্ত যুবকদের আটক করে।

পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আহত চিত্র সাংবাদিক সুজিত আচার্যকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সুজিত আচার্য-র মাথা ও শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাত করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্ত সুজিত আচার্য থানায় মামলা দায়ের করেছেন। ঘটনায় ফের সাংবাদিকদের নিরাপত্তাকে প্রশ্ন চিহ্নের মুখে ঠেলে দিয়েছে।

WhatsApp Image 2024 11 25 at 14.18.29
WhatsApp Image 2024 11 25 at 10.34.47
vlcsnap 2024 11 25 17h10m12s714