লোকসভা নির্বাচনের নির্ঘন্ট এখনও ঘোষণা হয়নি। এরই মধ্যে শাসক বিজেপি দল এই নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নেমে পড়েছে সংগঠনকে ঢেলে সাজাতে। সাংগঠনিক সভা সহ বিভিন্ন ধরনের বৈঠক কর্মসূচি অব্যাহত রয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া বিধানসভা কেন্দ্রে।
শুক্রবার বিকাল সাড়ে চারটা নাগাদ বিজেপি যুব মোর্চার উদ্যোগে আয়োজিত হয় চৌপাল বৈঠক। বৈঠকটি অনুষ্ঠিত হয় বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্র নগর গ্ৰাম পঞ্চায়েত এলাকায়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। এছাড়া ছিলেন প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, দক্ষিণ জেলা যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমিক,
যুব মোর্চার মণ্ডল সভাপতি রাহুল চৌধুরী, বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরার পাশাপাশি লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি পদ্মফুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ার জন্য আবেদন রাখেন আলোচনা সভার প্রধান বক্তা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।