CM Dr Manik Saha visit Tripureshwari Mandir and performs Puja
CM Dr Manik Saha visit Tripureshwari Mandir and performs Puja

নববর্ষের প্রথম দিনে মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে সস্ত্রীক পূজো দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এদিন তিনি মায়ের কাছে রাজ্যবাসীর সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনা করেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, শুভ বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দের প্রথম দিনে ত্রিপুরাবাসীর অধিষ্ঠাত্রী দেবী মা ত্রিপুরাসুন্দরীর দর্শন ও পূজার্চনা করে সৌভাগ্য হয়। মা’য়ের নিকট সকল রাজ্যবাসীর সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনা করেন তিনি।

পাশাপাশি, এদিন তিনি নববর্ষের প্রথম দিনে মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির পরিসরে একটি জাম গাছের চারা রোপণ করেন। তিনি বলেন পরিবেশকে সুস্থ ও নির্মল রাখতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিহার্য।