CPIM MLA visit in the house of murdered businessman
CPIM MLA visit in the house of murdered businessman

গত ১৫ অক্টোবর রাজধানীর মেলারমাঠ এলাকায় খুন হন মোবাইল ব্যবসায়ী হরিশঙ্কর সাহা। শুক্রবার প্রয়াত হরিশঙ্কর সাহার লালবাহাদুর ক্লাব সংলগ্ন এলাকার বাড়িতে যান বাম বিধায়ক দল। বাম বিধায়ক দলে ছিলেন বিধায়ক সুদীপ সরকার, বিধায়ক নয়ন সরকার ও বিধায়ক রামু দাস।

বাম বিধায়ক দলের সদস্যরা এইদিন লালবাহাদুর ক্লাব সংলগ্ন প্রয়াত হরিশঙ্কর সাহার বাড়িতে গিয়ে কথা বলেন পরিবারের সদস্য সদস্যাদের সাথে। তাদেরকে সমবেদনা জানান। পরে বিধায়ক সুদীপ সরকার নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন ত্রিপুরা রাজ্যে অপশাসন চলছে।

আইনের শাসন নেই ত্রিপুরা রাজ্যে। বিগত ৬ বছর ধরে প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও খুন, ধর্ষণ সহ নানান অপরাধ জনিত ঘটনা ঘটছে। মেলারমাঠের মতো একটা জায়গায় পুলিশের সামনে হরিশঙ্কর সাহাকে ছুরি দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। এই ঘটনার নিন্দা জানান তিনি। একই সাথে তিনি সাব্রুম মহকুমায় বাদল ত্রিপুরার মৃত্যুর ঘটনার নিন্দা জানান। তিনি আরও বলেন রাজ্যে নিরাপত্তা নেই। পুলিশ সঠিক ভাবে কাজ করতে পারছে না। সরকার পুলিশকে সঠিক ভাবে কাজ করতে দিচ্ছে না বলে অভিযোগ করেন।