পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় অপেক্ষামান তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন পরীক্ষার্থীরা। আজ তাঁরা জড়ো হয়ে মুখ্যমন্ত্রীর কাছে অপেক্ষামান তালিকা প্রকাশের জন্য করজোরে আবেদন করেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক পরীক্ষার্থী জানিয়েছেন, ২০২২ সালে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। পরবর্তী সময়ে ধাপে ধাপে তাঁদের লিখিত, শারীরিক এবং মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। কিছুদিন পূর্বে পুলিশ কনস্টেবলের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু তাতে দেখা গিয়েছে অনেকেই বিভিন্ন পরীক্ষায় মাধ্যমে চাকরী পেয়েছেন। তাই তাঁদের দাবি, যারা নির্ধারিত তারিখে চাকুরী যোগদান করবেন না, তাদের নাম বাদ দিয়ে অন্যান্যদের চাকুরী সুযোগ করে দিতে হবে।