Deteriorating Stretch of NH-208 Alarms Locals Near Lembuchhara High School
Deteriorating Stretch of NH-208 Alarms Locals Near Lembuchhara High School

লেম্বুছড়া হাই স্কুলের সামনের রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে। সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে, যানবাহন নিয়ে চলাচল করতে চালকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছেন। অতিসত্বর রাস্তা সংস্কার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ নাগরিকরা

ঘটনার বিবরণে জানা গিয়েছে, দেড়বছর আগে সমাপ্ত হওয়া ২০৮ নং জাতীয় সড়ক খোয়াই থেকে কমলপুর যাওয়ার পথে লাম্বুছড়া হাই স্কুলের সামনে বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। রাস্তা ভেঙ্গে বড় বড় গর্ত হওয়ার কারণে যানবাহন নিয়ে চলাচল করতে চালকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছেন। তাছাড়া, পথচারী, বাজারে নিত্যযাত্রী, স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী,এবং বিভিন্ন রোগীরাও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে বারবার জানানো হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে নি।