গোপাল সিং, ত্রিপুরা, ২৩ ডিসেম্বর, মঙ্গলবার:
আজ ২৩ ’শে ডিসেম্বর‚ ২০২৫ ইং তারিখে খোয়াই শহরকে আধুনিক রূপদানের অঙ্গ হিসাবে মুখ্যমন্ত্রী প্রো: ড. মানিক সাহার হাত ধরে শুভ উদ্বোধন হলো ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি। খোয়াই টিকেডিকে রোডের পাশে একটি সেল্ফি পয়েন্টেরও উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গুচ্ছ কর্মসূচি উদ্বোধনের সাক্ষী হলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় (দত্ত), কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিট্টে (আইএএস) সহ অন্যান্যরা।


