Pranajit singha roy

এবার মুম্বাইতে হবে ত্রিপুরা ভবন। পাশাপাশি দিল্লিতে আরও একটি ত্রিপুরা ভবন তৈরি করা হবে। আজ বিধানসভায় ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ভাষণে একথা জানালেন অর্থ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

এদিন অর্থ মন্ত্রী বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই আগরতলা আখাউড়া রেল লাইনে ট্রেন চলাচল শুরু হবে।

এদিন তিনি আরও বলেন, ত্রিপুরা সরকার অপরাধের হার কমাতে বিপুল সাফল্য অর্জন করেছে। রাজ্যে বর্তমানে আইন শৃঙ্খলার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

বিধানসভায় ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। প্রস্তাবিত এই বাজেট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন প্রস্তাবিত এই বাজেট ভবিষ্যৎ-এর দিশারী।

এই বাজেট বিকাশ মুখি বাজেট। সমাজের সকল অংশের মানুষের স্বার্থে এই বাজেট পেশ করা হয়েছে। তার জন্য অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়কে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরও বলেন ২৭ হাজার ৮০৪ কোটি ৬৭ লক্ষ টাকার বাজেট পেশ করা হয়েছে। এই বাজেট জনকল্যাণ মুখি বাজেট। এই বাজেট বিধানসভায় পাশ হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।