Fire catches in running bus carrying picnic passengers
Fire catches in running bus carrying picnic passengers

সিধাই থানাধীন আগরতলা খোয়াই জাতীয় সড়কের জগৎপুর চৌমুনী এলাকায় চলন্ত বাসে অগ্নি সংযোগ ঘটে। গোটা বাস ভষ্মিভূত হয়ে যায়। ঘটনা স্হলে পৌঁছায় দমকল বিভাগের কর্মীরা। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের নিয়ে যাওয়া হয়েছে মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে।

রবিবার দিনভর পিকনিকের ব্যস্ততায় যান চলাচলের ব্যাপকতা ছিল সড়কগুলোতে। এরই মধ্যে এদিন সন্ধ্যায় মোহনপুরের জগৎপুর চৌমুহনীতে চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জানা গেছে পিকনিক থেকে ফেরার পথে এই অগ্নিসংযোগ এর ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে বাসের ভেতর থাকা জেনারেটার থেকে অগ্নিসংযোগের উৎপত্তি হয়েছে। গোটা গাড়িতে অগ্নিসংযোগ ঘটায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মোহনপুর দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অন্যদিকে গাড়ির আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে দমকল বিভাগের কর্মীরা। তবে এরই মধ্যে গাড়ির বেশিরভাগ অংশ ভষ্মিভূত হয়ে যায়।