Garia Puja was celebrated across the state with religious fervor.
Garia Puja was celebrated across the state with religious fervor.

আগরতলা, ২১ এপ্রিল : গড়িয়া বাবা কৃষ্টি, সংসৃকতি এবং ঐতিহ্যের প্রতীক৷ সমাজের প্রত্যেকের মঙ্গল কামনা এবং সমৃদ্ধির জন্য প্রতি বছর এই গড়িয়া পূজার আয়োজন করা হয়৷ এই বছরও তার ব্যতিক্রম হয়নি৷ রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে শহরের বেশ কিছু স্থানে গড়িয়া পূজার আয়োজন করা হচ্ছে ৷ আজ রাজধানীর আগরতলা শহরের বিভিন্ন ক্লাব ও সংস্থার উদ্যোগে গড়িয়া পূজার আয়োজন করা হয়৷

জনজাতিদের চিরাচরিত উৎসব এখন জাতি উপাজতির মিলন উৎসবে পরিণত হয়েছে৷ গড়িয়া পুজাকে কেন্দ্র করে বসে মেলা৷ সকাল থেকেই বহু মানুষ ভক্তি ভরে পুজা দেন৷ জাতি জনজাতি অংশের মানুষ গড়িয়া পুজায় সামিল হন৷ জন জাতি অংশের মানুষের প্রাচীন উৎসব হচ্ছে গড়িয়া পুজা৷ এই পুজায় আত্মীয় স্বজনকে আমন্ত্রণ জানানো হয়৷ সকলের সুস্থতা কামনা করে গড়িয়া পূজার আয়োজন হয়ে থাকে৷ রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে শহরের বেশ কিছু স্থানে গড়িয়া পূজার আয়োজন করা হচ্ছে৷ আজ রাজধানীর এডভাইজার চৌমুহনীতে অনুষ্ঠিত হচ্ছে গড়িয়া পুজা৷ তাছাড়া, গাড়িয়া পূজা উপলক্ষে আগরতলা পুর নিগমের ১৯ নং ওয়ার্ডে জনগণের মধ্যে রিসা এবং পাছড়া বিতরণ করেন মেয়র দীপক মজুমদার৷ এই পুজো এখন সার্বজনীন৷ আগে একটা অঞ্চলের মধ্যে এই পুজা সিমিত ছিল৷ এখন শহর থেকে গ্রাম সর্বত্র গড়িয়া পুজা সারম্ভরে করা হচ্ছে বলে জানান মেয়র দীপক মজুমদার৷