গোমতী জেলা হাসপাতালে গতকাল রাতে এবং আজ সকালে বৃষ্টিতে জলমগ্ন অবস্থায় রয়েছে। রোগীরা নাজেহাল। কুম্ভ নিদ্রায় হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীদের এই নাজেহাল অবস্থায় গতকাল রাত এবং আজ সকালে দীর্ঘ সময় ধরে জল পেরিয়ে যাতায়াত করতে হয়েছে। অপরদিকে বাথরুমগুলো অপরিষ্কার অপরিচ্ছন্ন। দুর্গন্ধময় অবস্থায় কাটাতে হচ্ছে শল্য বিভাগের রোগীদের। জল পেরিয়ে ডাক্তার, নার্স, কর্মরত হাসপাতালে কর্মীরা এমনকি রোগী এবং রোগীর পরিবারের লোকজনদের এই জল পেরিয়ে যাতায়াত করতে হয়েছে দীর্ঘ সময় ধরে। এদিকে রোগীরা অভিযোগ করেছে যে জল আছে তা খাবার অযোগ্য। কিনতে হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের জল। কিন্তু কর্তৃপক্ষ নীরব। দাবি উঠছে অতিসত্বর এগুলো ব্যবস্থা নেওয়ার। কি ব্যবস্থা নেওয়া হয় তাকিয়ে আছে রোগী এবং রোগীর পরিবারেরা।

Gomati District Hospital waterlogged due to morning rain.