গ্রেটার তিপ্রাল্যান্ড আসলে বাহানা!! সিপিএমের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরীর বক্তব্য শুনলে বুকে ব্যাথা হয়, বললেন অনিমেষ দেববর্মা।
অনিমেষ দেববর্মা আরও বলেন বাংলা এবং রোমান হরফ দুই ভাবেই যাতে সি.বি.এস.ই এবং টি.বি.এস.ই বোর্ডের ককবরক বই ও প্রশ্নপত্র ছাপানো হয়। পাশাপাশি প্রত্যেককে যাতে ককবরক বিষয় পড়ানো হয়। তাহলে ককবরক ভাষার লোকের সাথে অন্য ভাষার লোকের সম্পর্ক আরও বেশি সুদৃঢ় হবে। মঙ্গলবার নিজ কক্ষে সাংবাদিক সম্মেলন করে এই দাবি উত্থাপন করে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। এদিন তিনি পুলিশের বিরুদ্ধে তোলা অভিযোগ প্রত্যাহার করলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা।