টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে সোমবার জলমগ্ন হয়ে পড়ে গোটা আগরতলা শহর। শহরের প্রধান বাণিজ্যিক এলাকা শকুন্তলা রোড, বটতলা, বিদুর্কতা চৌমুহনী, প্যারাডাইস চৌমুহনী সহ আশপাশে এলাকা হাঁটু জল হয়ে যায়। পাশাপাশি জলমগ্ন হয়ে পড়ে আগরতলা শহরের বিভিন্ন অলি গলিও। বিগত দিনের যেসব এলাকায় জল জমে নেই সেসব এলাকায় পর্যন্ত এদিন হাটু জল হয়েছে। রাস্তার পাশে পার্কিং করা বাইক, গাড়ি সহ বিভিন্ন যানবাহন বিকল হয়ে পড়ে। পাশাপাশি বিভিন্ন দোকানপাটে জল প্রবেশ করে নষ্ট হয়ে পড়ে বিভিন্ন সামগ্রী।
আগরতলা শহরের জলের পাম্প গুলি দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থায় লাগায়। কিন্তু জল কমতে সন্ধ্যায় ঘনিয়ে আসে। তবে প্রশ্ন হলো কবে জল মুক্ত হবে তিলোত্তমা শহর আগরতলা।
বর্ষার মরশুমে আগরতলা পৌর নিগমের চূড়ান্ত প্রস্তুতি থাকার পরেও এভাবে জল জমে যাওয়ায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। স্মার্ট সিটি তাকমা লাগানো বর্তমান সরকার বিভিন্ন সময় শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন বলে দাবি করলেও, মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে কভার ড্রেনের আবর্জানা ফুলে ওঠে বৃষ্টির জল। এই জল মানুষের দুর্ভোগের কারণ হয়ে উঠছে। যতক্ষণ না পর্যন্ত জল নিয়ে পুরোপুরি নিষ্কাশন হয় ততক্ষণ শহরের বিভিন্ন রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়।
একটি জরুরী পরিষেবার গাড়ি পর্যন্ত সময় মত গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না। মানুষ এর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। রাজধানীর বটতলা এলাকায় এক যুবক জানায় ত্রিপল ইঞ্জিন সরকারের নমুনা হলো এটা। এটা কি স্মার্ট সিটি? প্রশ্ন সেই যুবকের।