নিজস্ব সংবাদদাতা, গোপাল সিং, ত্রিপুরা
অঞ্জলি সরকার হত্যা মামলায় ৪ অভিযুক্ত গ্রেফতার, জানালেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে মির্জার ঘটনায় পূঙ্খানুপুঙ্খ খতিয়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কাঁকড়াবন থানার মির্জা এলাকার অঞ্জলি সরকার হত্যা মামলায় বিধায়কের ভাতিজা সহ ৪ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার আরেক অভিযুক্তকে এখনও খুঁজছেন তদন্তকারীরা। ধৃতরা হলো আকাশ দাস, অনুপম মজুমদার (মান্না), কিঙ্কর দাস, এবং দীপ্তনু দাস (পুছকা)। মির্জার গৃহবধূর মৃত্যুর রহস্য উন্মোচনে প্রকাশ্যে এসেছে সিসিটিভি ফুটেজও। রাতে মির্জার গৃহবধূর রহস্য মৃত্যুর ঘটনার মূল অভিযুক্ত লিটন দাসকেও জালে তুলে কাঁকড়াবন থানার পুলিশ।