Untitled design 17

সিবিএসসি পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ত্রিপুরার সম্ভাব্য প্রথম স্থান অধিকারী দেবাঙ্গনা দাসকে তার বাড়িতে গিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। দেবাঙ্গনা দাশের বাড়ি খয়েরপুর বিধানসভার দলুরা গ্রাম পঞ্চায়েত এলাকায়। দেবাঙ্গনা স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন স্কুলের ছাত্রী।

সিবিএসই পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৯৯% নম্বর পেয়ে সে এিপুরা থেকে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে। নিজ বিধানসভার কৃতি ছাত্রীর সাফল্যের জন্য আগেই সামাজিক মাধ্যমে এবং ফোনে শুভেচ্ছা জানিয়েছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিধায়ক শ্রী চক্রবর্তী সেই ছাত্রীর বাড়িতে যান। তার মা ,বাবার সাথে কথা বলেন। ছাত্রীকে সম্বর্ধনা হিসেবে ফুল গুচ্ছ এবং একটি উপহার তুলে দেন। বিধায়ক ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। বিধায়কের এই ধরনের উদ্যোগে দেবাঙ্গণা দাসের পরিবার এবং এলাকার অন্যান্য ছাত্র-ছাত্রী সহ অভিভাবক মহল বিশেষ উৎসাহিত হয়েছেন। এদিন বিধায়ক রতন চক্রবর্তীর সঙ্গে ছিলেন ৫ খয়েরপুর মন্ডলের যুব মোর্চার সভাপতি মান্না দে।