আগামী লোকসভা নির্বাচন দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে দেশ কোন দিশায় এগিয়ে যাবে সেটা নির্ধারিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। দীর্ঘ বছরের শাসনে মানুষকে শুধু বিভ্রান্ত করে গিয়েছে সিপিএম কংগ্রেস। আর ভোটের মুখে তারা অশুভ জোট গড়ে তুলে মানুষকে প্রতারণা করছে।
মঙ্গলবার দক্ষিণ জেলার জোলাইবাড়িতে আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের সমর্থনে আয়োজিত সুবিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই লোকসভা নির্বাচন দেশের ভবিষ্যত দিক নির্দেশনার নির্বাচন। দেশ যদি এগিয়ে যায়, তবে আমরাও আর্থ-সামাজিক উন্নয়ন ও জাতীয় নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য সামনের দিকে এগিয়ে যাবো। আর এই নির্বাচন দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অবশ্যই এর গুরুত্বকে মূল্যায়ন করতে হবে। ২০১৮ সালে সিপিএম ত্রিপুরা থেকে ক্ষমতাচ্যুত হয়েছিল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার গঠন করেছিল। এর মধ্য দিয়ে বিকাশের লক্ষ্যে আরো কয়েক ধাপ এগিয়ে গিয়েছে ত্রিপুরা।
মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আমরা উভয় আসনেই জিতেছিলাম। একইভাবে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনেও আমরা জয়যুক্ত হয়েছি। সেই সময় কংগ্রেস সিপিএম এর অশুভ জোট তারা সরকার গঠন করবে বলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছিল। কিন্তু আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কারণে আবার সরকার গঠন করেছি। এখন সামনেই লোকসভা নির্বাচন। আর আমি নিশ্চিত যে উভয় আসনেই আমাদের প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হবেন। মনোনয়ন দাখিলের সময় আমরা মানুষের স্বতস্ফূর্ত উপস্থিতি প্রত্যক্ষ করেছি। যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি মানুষের আস্থার প্রতিফলন। আর সেই কারণেই মানুষ বিজেপির পক্ষে ভোট দিতে প্রস্তুত রয়েছেন।