পূজার আগে লুটপাট চরমে ! ফের স্কুলে চোরের হানা কাঞ্চনপুরে।

Looting at its peak before the Puja! Thieves hit another school in Kanchanpur
Looting at its peak before the Puja! Thieves hit another school in Kanchanpur

কাঞ্চনপুরে আবারও দুঃসাহসিক চুরি স্কুলে ছাদ ভেঙে লুটপাট!! এলাকায় আতঙ্ক!!! আবারও পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে কাঞ্চনপুরের SDM অফিস সংলগ্ন এলাকায় থাকা,,ব্লক টিলা হাই স্কুলে গভীর রাতে দুঃসাহসিক চুরি কাণ্ড সংঘটিত করল চোরের দল। শুক্রবার গভীর রাতে যখন বিদ্যালয় প্রায় ফাঁকা ছিল সেই সময় চোরের দল বিদ্যালয়ের ছাদ ভেঙে অফিস কক্ষে প্রবেশ করে,,আলমারি ভাঙচুর করে এবং একটি কম্পিউটার সহ বিদ্যালয়ের মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। পাশাপাশি ছাত্রদের কাছ থেকে পরীক্ষার ফিস হিসেবে সংগৃহীত কিছু নগদ অর্থ এবং অন্যান্য সামগ্রীও চুরি করে নিয়ে যায় চোরের দল বলে অভিযোগ করেন বিদ্যালয়ের শিক্ষিকা রিতা চন্দ্র। তিনি আরও জানান, শনিবার সকালে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষিকা চুরির ঘটনা দেখতে পান এবং তিনি দ্রুত কাঞ্চনপুর থানায় চুরির বিষয়টি যানালে বিদ্যালয়ে এসে উপস্থিত হন কাঞ্চনপুর থানার পুলিশ কর্তারা।