ঝুলন্ত অবস্থায় উদ্ধার প্রেমিক যুগলের মৃতদেহ। ঘটনা সিমনার কৃষ্ণপুর চা বাগানে। রবিবার সাত-সকালে স্থানীয়দের নজরে আসে সর্বপ্রথম একসাথে দু’জনের ঝুলন্ত অবস্থায় মৃতদেহ। খবর পেয়ে ছুটে যান সেখানে সুন্দরটিলা ফাঁড়ির পুলিশ। ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা সকলেরই। জানা যায় গায়ত্রী মুন্ডা বিবাহিত, সে সিমনা শরৎ চৌধুরী ভিলেজের অভিরাম পাড়ার বাসিন্দা গোপেশ মুন্ডার স্ত্রী। সাজু সাঁওতাল অবিবাহিত, সে সিমনার সুন্দরটিলা এলাকার বাসিন্দা। সাজু এবং গায়ত্রী তারা একে অপরকে ভালবাসতো বলে জানা যায়। কিন্তু এই ব্যাপারটি তাদের উভয়ের পরিবারই মেনে নিতে নারাজ। যার জন্য তারা আত্মহত্যার পথ বেছে নেয় বলে অভিমত। সুন্দরটিলা ফাঁড়ির পুলিশ টিম ঘটনার প্রাথমিক তদন্ত প্রক্রিয়ার কাজ সেরে দেহ দুটি নামিয়ে ময়নাতদন্তের জন্য নিয়ে আসেন মোহনপুর হাসপাতালে।

Lovers found dead, hanging from suspected suicide