Mayor Warns Influential Individuals Against Obstructing Public Development Projects
Mayor Warns Influential Individuals Against Obstructing Public Development Projects

জনগণের উন্নয়নমূলক কাজে প্রভাবশালীদের বাঁধা বরদাস্ত করা হবে না। তারপরও বাঁধা দেওয়ার চেষ্টা করলে আইনি পথে হাটতে বাধ্য হবে নিগম। আজ আগরতলা আইজিএমচৌমুহনী থেকে ওরিয়েন্ট চৌমুহনী কভার ড্রেইনের কাজ পরিদর্শনে গিয়ে এমনটাই হুশিয়ারী দিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার

এদিন তিনি বলেন, বেশ কিছুদিন ধরে আগরতলা স্মাট সিটির অধীনে আইজিএম চৌমুহনী থেকে ওরিয়েন্ট চৌমুহনী কভার ড্রেইনের কাজ চলছে। আসলে প্রাকৃতিক দূর্যোগে জলমগ্ন শহরে বাঁচাতেই এই উদ্যোগ নিয়ে নিগম। কিন্তু আশ্চর্যের বিষয়, সরকারি কাজে বাঁধা দেওয়ার চেষ্টা করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণ ও তার পরিবার। এমনটাই অভিযোগ মেয়র দীপক মজুমদারের

তাঁর আরও অভিযোগ, আইজিএম চৌমুহনী থেকে ওরিয়েন্ট চৌমুহনী পর্যন্ত যে কভার যে নির্মাণ হচ্ছে তার মধ্যে বাধা দিচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন। বেশ কিছু দিন আগে ইঞ্জিনিয়ারদের কাজ করতে দিচ্ছেন না তিনি। তাই আজ ড্রেন নির্মাণের কাজ পরিদর্শনে গিয়েছেন মেয়র।

এদিন মেয়র প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, কেউ যদি নিজেকে জাহির করার চেষ্টা করে সরকারি কাজে বাধা দেয়। তাহলে যত বড়ই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন তোয়াক্কা করা হবে না সরকার। আইনি পথে হাটতে বাধ্য হবেন বলে জানান তিনি।