Meeting between MP Biplab and the Railway Minister
Meeting between MP Biplab and the Railway Minister

কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে সাক্ষাৎ করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন রাজ্যের রেল যোগাযোগ ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন, অত্যাধুনিকীকরণ, ডবল লেন এবং রেল লাইন বাড়ানো সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় রেল মন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা হয়েছে।

এদিন সামাজিক মাধ্যমে তিনি বলেন, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে দেখা করে আগরতলা থেকে গুয়াহাটি পর্যন্ত বন্দে ভারত ট্রেন, আগরতলা থেকে পুরি, জম্মু এবং গয়া পর্যন্ত এক্সপ্রেস ট্রেন চালু করার দাবি জানিয়েছেন। পাশাপাশি, ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার দাবি জানালেন তিনি।

তাছাড়া, অমৃত ভারতের অধীন আগরতলা, ধর্মনগর, কুমারঘাট ও উদয়পুর স্টেশনের আধুনিকীকরণ, বাঁধারঘাট স্টেশনকে বিশ্বমানের করে তোলা, ইনডাস্ট্রিয়াল রেল লিংক, জিরানীয়া ইয়ার্ড এর উন্নতিকরণ সহ আরও নতুন রেল পরিষেবা যুক্ত করার বিষয়ে বিষদে আলোচনা হয়েছে। আন্তরিকতার সাথে দাবিগুলির গুরুত্ব অনুভব করে অগ্রাধিকারের ভিত্তিতে যথার্থ ব্যবস্থা গ্রহনের কথা জানান রেল মন্ত্রী l