MLA of Nalchar Assembly Kishore Barman sworn in as cabinet Minister of Tripura
MLA of Nalchar Assembly Kishore Barman sworn in as cabinet Minister of Tripura

রাজ্য মন্ত্রিসভায় একজন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন নলচড়ের বিধায়ক কিশোর বর্মন। বুধবার বেলা দেড়টা নাগাদ রাজভবনের দরবার হলে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু উনাকে শপথ বাক্য পাঠ করান।

এই সময় রাজভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্য মন্ত্রীগন, এছাড়া ছিলেন শাসকদলের দলের বিভিন্ন নেতৃবৃন্দ এবং পদস্থ আধিকারিকগণ ও আরো অনেকে। শপথ গ্রহনের পর তাকে প্রথম পুষ্পার্ঘ্য দিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী, এতদিন রাজ্য মন্ত্রিসভায় একজন প্রতিমন্ত্রী ছাড়া বিজেপি, তিপ্রা মথা এবং আইপিএফটির প্রতিনিধি মিলে মোট ১১ জনের মন্ত্রিসভা ছিল, বৃহস্পতিবার সেটা ১২ জনে দাঁড়িয়েছে।

514416330 1255727523006550 8555375614823101185 n

জানা গেছে পরবর্তী সময়ে দপ্তর বন্টন করা হবে ও সংবিধানের ৯১ তম সংশোধনী অনুযায়ী ত্রিপুরায় ১২ সদস্যের মন্ত্রিসভা করা যেতে পারে।