Untitled design 2 1

সরকারি সহায়তায় বেকারদের মধ্যে এই পারমিট বিতরণ করা হয়েছে। সোমবার খয়েরপুর পুরাতন আগরতলা ব্লক প্রাঙ্গণের সামনে বিধায়ক রতন চক্রবর্তী সুবিধাভোগীদের হাতে অটোর পারমিট এবং চাবি তুলে দেন। এদিনই ব্লক প্রাঙ্গণে শংসাপত্র বিতরণ করা হয় ১০০ জন লাখপতি দিদিকে। বিধায়ক রতন চক্রবর্তী বলেন মোদিজীর আত্মনির্ভর ভারতে ক্রমশ স্বনির্ভর হচ্ছে ত্রিপুরা। তিনি বেকারদের কর্মসংস্থানের পাশাপাশি মহিলাদের স্বাবলম্বী করার মাধ্যমে রাজ্য কিভাবে উন্নত হয়ে উঠছে তার তথ্য তুলে ধরেন।

একই দিনে খয়েরপুর বিধানসভা কেন্দ্রের পশ্চিম নোয়াবাদী আমতলীতে বিধায়ক উন্নয়ন তহবিলে অর্থে নির্মাণ করা নাট মন্দিরের উদ্বোধন হয় সোমবার । নবনির্মিত নাট মন্দিরের উদ্বোধন করেন বিধায়ক রতন চক্রবর্তী। উপস্থিত ছিলেন স্থানীয় নেতা আশীষ মজুমদার, হরিপদ দাস, ক্লাব সম্পাদক পাপন দাস সহ অন্যান্যরা।

প্রসঙ্গত দুদিন আগে পশ্চিম নোয়াবাদী জামে মসজিদের ওয়াজ মাহফিলে গিয়ে স্থানীয় কবরস্থানে একটি যাত্রী শেডের উদ্বোধন করেন বিধায়ক। সেই যাত্রী শেডটিও বিধায়ক উন্নয়ন তহবিল থেকে নির্মাণ করা হয়েছিল।

বিধায়ক রতন চক্রবর্তীর নেতৃত্বে খয়েরপুরে প্রকৃত অর্থেই সবকা সাথ সবকা বিকাশ চলছে বলে নাগরিক মহলের অভিমত।