MP Biplab: Kali Yuga demands the power of both scripture and weapon
MP Biplab: Kali Yuga demands the power of both scripture and weapon

কলিযুগে শাস্ত্র ও শস্ত্র দুইটাই প্রয়োজন। মোদির কাছে শাস্ত্র ও শস্ত্র দুইটাই আছে। তাই পাকিস্তান আক্রমণ করলে মোদি শস্ত্র শেখান। আগরতলাস্থিত শ্রী জগন্নাথ জীউ মন্দির আয়োজিত ধর্ম-মহাসভায় এমনটাই বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।

এদিন শ্রীদেব বলেন, ধর্মের জয়, আর অধর্মের ক্ষয় অবশ্যম্ভাবী। এই ভাবেই ধর্ম আবর্তিত হয়ে আসছে ধর্মীয় মানব সমাজে। তাঁর কথায়, মোদির কাছে শাস্ত্র আছে, শস্ত্রও আছে। তাই পাকিস্তান আক্রমণ করলে মোদি শাস্ত্র শেখায় না, শস্ত্র শেখায়।

এদিন সিপিএমের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, সিপিআইএম নাস্তিক। তাঁরা কখনো ধর্মকে মানে না। তাই বামেদের শাসন ব্যবস্থায় মানুষরূপী অসুর তৈরি হয়েছে।