MP Rajib Bhattacharjee holds major meeting with FCI officials
MP Rajib Bhattacharjee holds major meeting with FCI officials

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (এফসিআই)-এর ত্রিপুরা রাজ্যের রাজ্যস্তরের পরামর্শক (উপদেষ্টা) কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ। এফসিআই এর রাজ্যস্তরীয় কমিটির চেয়ারম্যান সাংসদ রাজীব ভট্টাচার্য। চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর আজ প্রথম তিনি কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। আজ আগরতলার নন্দননগরস্থিত বিভাগীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সাংসদ রাজিব ভট্টাচার্য। বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন এফসিআই এর রিজিওনাল হেড সন্দীপ দেওরা, সেক্রেটারি দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্য আধিকারিকগণ।

সাংসদ রাজীব ভট্টাচার্য জানান, এই গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যে ধান ক্রয়ের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা, খাদ্যশস্য উত্তোলনের বর্তমান পরিস্থিতি, গুদামগুলোর পরিকাঠামো ও সংরক্ষণ ব্যবস্থা, বিভাগীয় স্থানীয় অফিস নির্মাণের জন্য জমি বরাদ্দ, এবং এফসিআই-এর বিভিন্ন পোর্টাল ও তথ্যব্যবস্থার হালনাগাদ ইত্যাদি বিষয়ে বিস্তৃত আলোচনা হয়। তিনি আরো বলেন, আপৎকালীন সময়ে রাজ্যে খাদ্য সংরক্ষণ রাখার জন্য তিনটি জেলাতে আরো গোডাউন নির্মাণের চিন্তাধারা করা হচ্ছে। কেননা ত্রিপুরা একটি পার্বত্য রাজ্য, যেকোনো সময় ভূমিধস অথবা প্রাকৃতিক দুর্যোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে যে কোন ধরনের আপৎকালীন সময়ে যেন খাদ্যের সরবরাহ কোনভাবেই বন্ধ না হয় এবং পর্যাপ্ত খাদ্যশস্য রাজ্যে মজুদ থাকে সেই বিষয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়াও রাজ্যের কয়েকটি জেলাতে সেদ্ধ চালের কিছুটা ঘাটতি রয়েছে। একটি সার্ভের মাধ্যমে যেসব জেলায় এই চালের প্রয়োজন রয়েছে সেখানে এই চাল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান সাংসদ রাজিব ভট্টাচার্য।