রবিবার আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে এক জনসভায় ত্রিপুরা সরকারের নতুন দু’টি প্রকল্প ঘোষণা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা।
ত্রিপুরায় বিজেপি নেতৃত্বাধীন সরকার ২.০-এর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দানে জনসভায় ভাষণ দিতে গিয়ে নাড্ডা ‘মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা’ ঘোষণা করেন। এই প্রকল্পের আওতায়, রাজ্য সরকার দরিদ্র পরিবারে তথা বিপিএল পরিবারে জন্মগ্রহণকারী প্রতিটি কন্যা সন্তানের জন্য ৫০,০০০ টাকার বন্ড জমা দেবে। মেয়েটির বয়স ১৮ বছর হলে মেয়াদপূর্তির সময় এই বন্ড ৮-১০ লক্ষ টাকায় পৌঁছাবে।
বর্তমান ত্রিপুরা সরকারের গুরুত্বপূর্ণ সাফল্য তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী কলেজগামী ছাত্রীদের স্কুটি সরবরাহের জন্য ‘মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা’ নামে আরেকটি প্রকল্পও ঘোষণা করেন। এই প্রকল্পের আওতায়, টিবিএসই, সিবিএসই এবং আইসিএসই-এর উচ্চমাধ্যমিক পাশ করা মেধাবী ১৪০ জন ছাত্রী স্কুটি পাবে।
কন্যাদের ক্ষমতায়নের জন্য এই প্রকল্প চালু করার জন্য তিনি মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এবং তাঁর সরকারকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কীভাবে রাজনীতির সংস্কৃতি বদলে দিয়েছেন সে সম্পর্কেও নাড্ডা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ কৃতি সিং, মন্ত্রী, বিধায়ক এবং বিজেপির অন্যান্য বরিষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।