New Milestone created by AGDC
New Milestone created by AGDC

আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এন্ড আই জি এম হাসপাতালে অত্যন্ত আধুনিক লেজার ব্যবহারের মাধ্যমে অস্ত্রোপচার শুরু হয়েছে।

গতকাল (২৮ জুন)প্রথমবারের মতো এই অস্ত্রোপচার সম্পন্ন হল।বর্তমানে আধুনিক ব্যবস্থাপনায় এই সার্জারি একধাপ উন্নত পদ্ধতি। এটি অত্যাধুনিক অস্ত্রোপচারের যন্ত্রপাতিদের মধ্যে অন্যতম।এর সুবিধা হল, এর ফলে অপেক্ষাকৃত কম রক্তক্ষরণ, কম সময়ে অস্ত্রোপচার হয়। এটি সেলাই বিহীন, অস্ত্রোপচারের পর কম ব্যথা হয়, ফোলা ও কম থাকে এবং দ্রুত ক্ষত নিরাময় ঘটে।

এছাড়া এটি চিরাচরিত প্রথার চেয়েও অত্যন্ত নিরাপদ ,কার্যকর ও স্বাচ্ছন্দ্যদায়ক অস্ত্রোপচার ।