বিশালগড় জাঙ্গালিয়া মন্দির সহ একাধিক স্থানে চুরির ঘটনায় গ্রেপ্তার কুখ্যাত চোর!

Notorious thief arrested in connection with temple thefts including Vishalgarh Jangalaya temple!
Notorious thief arrested in connection with temple thefts including Vishalgarh Jangalaya temple!

বিশালগড় জাঙ্গালিয়া এলাকায় গত ৭ই সেপ্টেম্বর গভীর রাতে কালী মন্দির, শনি মন্দির সহ এলাকার এক অসহায় মহিলার বাড়িতে হানা দেয় চোরের দল। কালীমন্দিরে হানা দিয়ে কালী মায়ের শরীরের সমস্ত স্বর্ণালংকার, শনি মন্দিরে হানা দিয়ে সমস্ত আসবাব পত্র পাশাপাশি এলাকার এক অসহায় মহিলার ঘরে হানা দিয়ে নগদ অর্থ সহ প্রয়োজনীয় সামগ্রী চুরি করে নিয়ে পালিয়ে যায় চোরের দল।এই ঘটনায় রীতিমত এলাকায় আতঙ্ক ছড়িয়েছে জনমনে।ঘটনার খবর পেয়ে বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতুসী দাস সহ স্থানীয় নেতৃত্বরা ঘটনাস্থল পরিদর্শন করেন