“এক দেশ এক ভোট” ইস্যুতে বিজেপি ও রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র ভাষায় সরব হলেন বিরোধী দলনেতা ও সিপিএম পলিটব্যুরো সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “আরএসএস ও বিজেপি দেশের জনগণের ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে। সেই লক্ষ্যেই ‘এক দেশ এক ভোট’ আইন সংসদে পেশ করা হয়েছে। কিন্তু এই আইন সংসদে পাশ হওয়ার বাস্তব সম্ভাবনা নেই।”
তিনি অভিযোগ করে বলেন, “এই আইনকে কেন্দ্র করে বিজেপি দেশব্যাপী ভুল ধারণা ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। আমাদের সংবিধান অনুযায়ী, একযোগে সব নির্বাচনী প্রতিষ্ঠানে নির্বাচন সম্পূর্ণ অসম্ভব। এই ধারণা আমাদের সাংবিধানিক কাঠামোর বিরোধী।”
বিরোধী দলনেতা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যেরও কড়া প্রতিবাদ জানান। তিনি বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রী বলেছেন, বিরোধী দল নাকি নিজেদের অস্তিত্ব রক্ষায় মরিয়া। অথচ বাস্তব চিত্র হলো, উপনির্বাচনের প্রচার চলাকালীন বিরোধী দলের প্রচার কার্যক্রম নানা ভাবে বাধার সম্মুখীন হচ্ছে। তাহলে অস্তিত্ব সংকটে আসলে কে? মুখ্যমন্ত্রী নিজেই আগে সেটা বুঝুন।
তিনি আরও বলেন, “’এক দেশ এক ভোট’ আসলে একটি একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা। এই আইন কখনো কার্যকর করা সম্ভব হবে না। দেশবাসী বিজেপির এই পরিকল্পনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।”