জেলাশাসকের কনভয়ের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক শিক্ষক। সোমবার দিন এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে ধলাই জেলার সুধারাম এলাকায়।
কমলপুরে বিদ্যুৎমন্ত্রী এসেছিলেন আজ। আর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমবাসা থেকে যাচ্ছিলেন ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচ বি। জেলাশাসকের কনভয় দ্রুত গতিতে হঠাৎ সুধারাম এলাকায় বাঁক নেওয়ার সময় উল্টো দিক থেকে আসা এক বাইক চালককে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাইক থেকে ছিটকে পড়ে যায় চালক।
জেলা শাসকের কনভয়ে থাকা পুলিশ কর্মীরা আহত ব্যক্তিকে ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে আহত ব্যক্তির চিকিৎসা চলছে। জানা যায় আহত ব্যক্তি ডলুছড়া এসবি স্কুলের শিক্ষক। উনার নাম নির্মল দেবনাথ।


