বুধবার গভীর রাতে চেন্নাই-এর অ্যাপেলো হাসপাতালে প্রয়াত হন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী। মঙ্গলবার তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য চেন্নাই যান। চেন্নাই যাওয়ার পর তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য অ্যাপেলো হাসপাতালে ভর্তি হন। বুধবার রাতে তিনি অ্যাপেলো হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হন। এবং সেখানে রাত্রি ৩ টা নাগাদ প্রয়াত হন। শুক্রবার প্রয়াত বলাই গোস্বামীর কফিন বন্দী মৃতদেহ রাজ্যে নিয়ে আসা হয়। এইদিন এমবিবি বিমান বন্দর থেকে বলাই গোস্বামীর মৃতদেহ নিয়ে যাওয়া হয় বামুটিয়া বিধানসভা এলাকায়।
সেখানে ওনাকে বিজেপি দলের কর্মী সমর্থকরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন। তারপর তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় আগরতলা নিজ বাড়িতে। সেখানে পরিবার পরিজনরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন। তারপর মৃতদেহ নিয়ে আসা হয় প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে। সেখানে প্রয়াত বলাই গোস্বামীর মৃতদেহে ফুল দিয়ে ওনার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক রতন চক্রবর্তী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক সহ অসংখ্য বিজেপি কর্মী সমর্থক।
প্রয়াত বলাই গোস্বামীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করার পর মন্ত্রী টিঙ্কু রায় বলেন প্রয়াত বলাই গোস্বামী একজন দক্ষ কার্যকরতা ছিলেন। নির্বাচন পরিচালনা তিনি সুক্ষ ভাবে করতেন। বিজেপি একজন দক্ষ কার্যকরতা হারিয়েছে। এই ক্ষতি অপূরণীয়। ওনার পরিবারের পাশে সর্বদা বিজেপি দল থাকবে। প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় টিআরটিসি অফিসের সামনে। সেখানেও প্রয়াত বলাই গোস্বামীকে শেষ শ্রদ্ধা জানানো হয়। তারপর মৃতদেহ নিয়ে যাওয়া হয় বটতলা মহাশ্মশানে। সেখানে শেষকৃত্য সম্পন্ন হয় প্রয়াত বলাই গোস্বামীর।