সরকারি উন্নয়নমূলক কাজে বাধা দিয়ে খাস জমি জবরদখল করে দেওয়াল নির্মাণ করার অভিযোগ এক পরিবারের বিরুদ্ধে। প্রতিবাদে বৃহস্পতিবার রাস্তায় নামল এলাকাবাসী। ঘটনা সাব্রুমের দমদমা অনুকূল চন্দ্র দেবের আশ্রম সংলগ্ন এলাকায়। এলাকাবাসী দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সাব্রুমের দমদমা অনুকূল চন্দ্র দেবের আশ্রমের পাশ দিয়ে লুধুয়া যাওয়ার রাস্তাটির কাজ শুরু হয়।
কিন্তু রাস্তা নির্মাণের কাজ শুরু হতেই অনুকূল চন্দ্রের আশ্রমের পার্শ্ববর্তী ওমকার রায় সরকারি খাস জমি দখল করে সেখানে দেওয়াল নির্মাণ করে ফেলেন অনেকদিন আগেই। যার ফলে ওমকার রায় বর্তমানে রাস্তা নির্মাণের কাজে বাধা সৃষ্টি করছেন। দখলকৃত সরকারি খাস ভূমি নিজের বলে দাবি করছেন। এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটি মেরামত ও প্রশস্ত করার।
কিন্তু ওমকার রায় তখনকৃত সরকারি খাস ভূমি ছাড়তে নারাজ। এ বিষয়ে আজ সকাল থেকেই উত্তেজনা সৃষ্টি হয় দমদমা এলাকায়। পরবর্তীতে এলাকাবাসীরা মহকুমা শাসকের নিকট অভিযোগ করলে মহকুমা প্রশাসনের তরফ থেকে জনৈক তহশীলদারকে ঘটনাস্থলে পাঠানো হয়। কর্তব্যরত তহশীলদার পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ঘটনাস্থলে গিয়ে জমির পরিমাপ করে জানিয়ে দেন ওমকার রায় কর্তৃক দখলকৃত জমিটি সরকারি খাস জমি। তারপরেও তিনি এই দখলকৃত জমিটি ছাড়তে নারাজ। যার ফলে বর্তমানে এলাকাবাসীদের দাবি সরকার যেন দখলকৃত এই খাস জমিটি নিজ দখলে নিয়ে রাস্তা নির্মানের কাজ দ্রুত শুরু করে।