Responding to the Chief Minister's call for a drug-free Tripura, the Bardowali Yuva Morcha has launched an anti-drug campaign!
Responding to the Chief Minister's call for a drug-free Tripura, the Bardowali Yuva Morcha has launched an anti-drug campaign!

রবিবাসরীয় দিনে বড়দোয়ালী যুব মোর্চার সভাপতি পদ্মনাভ সাহার নেতৃত্বে যুব মোর্চা কর্মীরা ভট্টপুকুরে সুমন দেবের বাড়িতে হানাদারি চালায়। ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভট্টপুকুর আপনজন ক্লাব এলাকায় সুমন দেব ও তার ভাগ্নে প্রশান্ত ঘোষ দু’জন দীর্ঘদিন ধরে এই নেশা সামগ্রী বিক্রয়ের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ এলাকাবাসীর। এলাকাবাসী তাদের বিরুদ্ধে নেশা সামগ্রী বিক্রয়ের অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছিলেন। আজ এলাকার কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ যুব মোর্চার কর্মীরা সুমন দেবের বাড়িতে হানা দেয়। সেই সময় প্রচুর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার হয় তার বাড়ি থেকে। পরবর্তী সময়ে এলাকাবাসী অভিযুক্ত সুমন দেবকে এডিনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। যদিও তার ভাগ্নে প্রশান্ত ঘোষকে পাওয়া যায়নি। তবে তাকেও পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানান তারা।