খোয়াইয়ের ‘মালিক’ সুদীপ ! গ্রামে ক্যান্সার আক্রান্তের মৃতদেহ সৎকার না করার হুলিয়া। বাঁধা দিতে আসা পুলিশ অফিসারকে পেটাই এবং গাড়ি ভাঙচুর।

Sudeep, the ‘owner’ of Khoai! A scandal in the village for refusing to cremate the body of a cancer patient. Beating the police officer who came to stop them and vandalizing a car.
Sudeep, the ‘owner’ of Khoai! A scandal in the village for refusing to cremate the body of a cancer patient. Beating the police officer who came to stop them and vandalizing a car.

এক মৃতদেহর সৎকার কে কেন্দ্র করে মৃতের পরিবারের সাথে গ্রামবাসীর দক্ষযজ্ঞ। ঘটনা খোয়াই থানাধীন আমতলী এলাকায়। ঘটনার খবর পেয়ে পুলিশ আসলে তাদের মারধর করে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে আমতলী এলাকায় লোকজন। স্বঃপ্রনোদিত ভাবে পুলিশ একটি মামলা গ্রহণ করে।ঘটনার বিবরণে জানা যায় খোয়াই বারবিল এলাকার বাসিন্দা তপন দেব দীর্ঘ দিন কেন্ছার রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় মারা যান। শেষে মঙ্গলবার রাত ১০টা নাগাদ মৃত তপন দেব কে সৎকারের জন্য খোয়াই আমতলী এলাকার একটি শ্মশানঘাটে নিয়ে গেলে ঐ এলাকার জনগণ তপন দেবের মৃত দেহকে সৎকার করতে দেয়নি।তাদের বক্তব্য একজন কেন্ছার রোগির মৃতদেহ এই শ্মশান ঘাটে দাহ করা যাবে না।