শেষ তুলির টানে মূর্তিপাড়ায় শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে

The artists are at peak activity in the sculpture quarter, driven by the final strokes of the brush
The artists are at peak activity in the sculpture quarter, driven by the final strokes of the brush

হাতে গনা আর মাত্র কয়েকদিন দোরগোড়ায় দেবশিল্পী বিশ্বকর্মা দেবের পূজো। আর এই পূজাকে কেন্দ্র করে ত্রিপুরার বিভিন্ন প্রান্তের মতো শান্তির বাজার মহকুমা বিভিন্ন এলাকার কুমো পাড়াতে এখন জমে উঠেছে মৃত শিল্পীদের ব্যস্ততার আবহ। সকাল-সন্ধ্যা, এমনকি গভীর রাত পর্যন্ত চলছে প্রতিমা তৈরির কাজ। কারিগরা খাওয়া-দাওয়া, বিশ্রাম প্রায় ভুলে গিয়ে দক্ষ হাতে গড়ে তুলছেন বিশ্বকর্মা দেবের প্রতিমা। তবে কাঁচামালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও পূজা উদ্যোক্তাদের প্রতিমার দাম না বাড়ানোর প্রবণতা মৃৎশিল্পীদের আর্থিক দিককে যথেষ্ট চাপে ফেলেছে। মুনাফা কমলেও তারা প্রতিটি প্রতিমা যত্নসহকারে গড়ে তুলছেন। কারণ এ কাজ তাদের কাছে শুধু জীবিকার উৎস নয়, বরং ভক্তি ও ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা এক অমূল্য সাধনা। শান্তির বাজার মহকুমায় এলাকায় মৃৎশিল্পী জানান, দেব শিল্পীর পূজা উদ্যোক্তাদের বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিমা তৈরি করতে হচ্ছে। প্রতিটি প্রতিমার দাম প্রায় ১ হাজার টাকা থেকে শুরু করে প্রায় ১৭ হাজার টাকার মধ্যে নির্ধারিত হয়েছে। প্রতিমা গুলি তৈরি হচ্ছে ১৫ থেকে ২০ বছরের অভিজ্ঞতা প্রাপ্ত সুদক্ষ কারিগরদের সহায়তায়। প্রস্তুত হওয়া প্রতিমাগুলো শুধু শান্তির বাজারে সীমাবদ্ধ থাকছেনা।বাইখোড়া, বীরচন্দ্র মনু, রাজাপুর ,অলইছড়া, তাকমা ছড়া, জোলাইবাড়ী, বেতাগা,বকাফা সহ মহকুমায়ের বিভিন্ন জায়গায় দেব শিল্পী বিশ্বকর্মা দেবের প্রতিমা গুলি নিয়ে যাওয়া হবে। ফলে দিনরাত এক করে অক্লান্ত পরিশ্রমে ব্যস্ত রয়েছেন মৃৎশিল্পীরা। পূজার দিন যত ঘনিয়ে আসছে, ততই এই শিল্পীদের হাতের ছোঁয়ায় প্রাণ পাচ্ছে প্রতিমাগুলো। বীর ভঙ্গিতে সজ্জিত হচ্ছেন দেবশিল্পী বিশ্বকর্মা। আর সেইসব প্রতিমার মধ্যে দিয়ে প্রাণবন্ত হয়ে উঠবে শান্তির বাজার মহকুমা বিভিন্ন পাড়া এবং এলাকার দেব শিল্পী বিশ্বকর্মা দেবের পূজা গুলি।