রবিবার থেকে শুরু হচ্ছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সি ডিভিশন লিগ ফুটবল। এবারের প্রতিযোগিতায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করছে। ইতিমধ্যে প্রত্যেকটি দল তাদের অনুশীলন শুরু করে দিয়েছে। পাশাপাশি বিভিন্ন দলের জার্সি প্রকাশের পালা। কৃষ্ণনগর এলাকার ঐতিহ্যবাহী ক্লাব ইউনাইটেড বি এস টি রবিবার এক সাংবাদিক সম্মেলনে তাদের জার্সি প্রকাশ করে। লাল হলুদ রংয়ের তাদের জার্সি প্রকাশ করেন ক্লাব সম্পাদক ধীমান দেববর্মা, সভাপতি গৌতম ঘোষ, তাছাড়া ছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা ক্লাব সদস্য সঞ্জয় বোস, গৌতম দেববর্মা সহ অন্যান্যরা। মোট ১৮ জন খেলোয়ারকে নিয়ে ইতিমধ্যে তাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কোচ বিশাল সাহার নেতৃত্বে মাছমারা ও সাব্রুমের খেলোয়াড়দের নিয়ে চলছে তাদের অনুশীলন। অধিনায়ক করা হয়েছে মিজাহাম রিয়াংকে। জার্সি প্রকাশের পর ক্লাব সভাপতি গৌতম ঘোষ বলেন যে, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের ডাকে সাড়া দিয়ে রাজ্য থেকে উদীয়মান খেলোয়াড় তুলে আনার লক্ষ্য রেখেই তাদের দল গঠন করা হয়েছে। রাজ্যের প্রত্যন্ত জায়গার খেলোয়াড় যারা তাদের ট্যালেন্ট প্রকাশ করতে পারে না, তাদেরকে মঞ্চ দিতে তাদের দলে নেওয়া হয়েছে এবং তারা ভালো খেলা প্রদর্শন করবে। পাশাপাশি সুপার ফোরে দল যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আগামী পাঁচই মে তাদের প্রতিবেশী ক্লাব কদমতলা যুব সংস্থার সঙ্গে প্রথম খেলা। প্রসঙ্গত ইউনাইটেড বিএসটি ক্লাব ফুটবলের পাশাপাশি ক্রিকেট সহ অন্যান্য খেলায়ও অংশগ্রহণ করে থাকে।

The goal of United BST is to display good performance in the game