আজ থেকে রাজভবন লোকভবন নামে পরিচিত হবে। খুলে ফেলা হলো পুরাতন সাইনবোর্ড। বোর্ড খুলে সে স্থানে রং করা হলো। লাগবে নতুন সাইনবোর্ড লোকভবন। জানা গেছে রাজভবন নামটি রাজতন্ত্র চলাকালীন সময়ে সময়োপযোগী নাম ছিল। কিন্তু বর্তমানে গণতন্ত্র চলছে। গণতন্ত্র শাসিত রাজ্যে তাই রাজভবনের নাম পরিবর্তন করে লোক ভবন করা হয়েছে। আজ থেকে এই নির্দেশ কার্যকরী হবে। পাশাপাশি লোকভবনে সাধারণ জনগনের প্রবেশাধিকার সম্পর্কেও নির্দিষ্ট সময় এবং নিয়ম-নীতি ধার্য করে দেওয়া হবে বলে জানা গেছে।
The Home Ministry has directed that Raj Bhawan will now be called Lok Bhawan, signalling a more inclusive representation


