খোয়াই শহরের প্রাণ কেন্দ্রে থানা থেকে ১০০ মিটার দূরে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় চুরির ঘটনা। গতকাল রাতে চুরের দল সরকারি বালিকা বিদ্যালয়ে ৩৫টি আলমারি এবং এগারোটি তালা ভেঙ্গে তছনছ করে কিছু জিনিসপত্র নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে খোয়াই শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে। কিছুদিন পরপরই চুরের দল সঙ্ঘবদ্ধ ভাবে চুরির ঘটনা চালিয়ে যাচ্ছে। গত কিছুদিন আগে চেবরী এলাকায় দুইটি বিদ্যালয় চুরির ঘটনা ঘটে।। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনসাধারণের মধ্যে। দিন দিন চুরির ঘটনা ঘটে যাচ্ছে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত কোনো নিয়ন্ত্রণ আনতে পারিনি। জনসাধারণের মধ্যে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ বিরাজ করছে।
Theft at school: incident at Khoyai Government 12-Grade Girls’ School!


