শুক্রবার সকালে পুরোহিত কালী মন্দিরে গিয়ে দেখতে পায় কালীমন্দিরের দরজা ভাঙ্গা অবস্থায় রয়েছে। সাথে সাথেই খবর দেওয়া হয় সাব্রুম থানায়, সাব্রুম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং দরজা খুলতেই দেখা যায় মাতা দৈত্যেশ্বরী মায়ের বিভিন্ন স্বর্ণালংকার গুলি নেই।
মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে জানানো হয় আনুমানিক 25 ভরির ও বেশি স্বর্ণালংকার এবং বেশকিছু রুপোর গহনা ও নগদ প্রায় ২০ হাজার টাকা চুরি হয়েছে।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো এর আগেও বহুবার বিভিন্ন সংবাদ মাধ্যমে সাবরুমের দৈত্যেশ্বরী মন্দিরের স্বর্ণালংকার গুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।
তখনও সব্রুমের জনগণের দাবি ছিল এই স্বর্ণালংকার গুলি মন্দিরে একটি ট্রাস্ট গঠন করে সাব্রুমের মহকুমা শাসকের হেফাজতে অথবা ব্যাংকের লকারে রাখার জন্য। কিন্তু কোন এক অজ্ঞাতক কারণে মন্দির পরিচালন কমিটি এই স্বর্ণালংকার গুলি কোনরকম নিরাপত্তা ছাড়া মায়ের মন্দিরে রেখে দিয়েছিল। শতবর্ষ প্রাচীর এই মন্দিরের স্বর্ণালংকার সহ চুরির ঘটনায় পুলিশ একটি মামলা হাতে নিয়েছে এবং সিসি ক্যামেরায় তিনজন কুখ্যাত চোরকে সনাক্ত করতে পেরেছে পুলিশ তবে তাদের এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।