“রাজ পরিবারের সাথে আলোচনা না করে পুরোনো রাজভবনের জায়গায় পাঁচতারা হোটেল নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার।”
মঙ্গলবার এক ভিডিও বার্তায় এই বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি নেতৃত্বাধীন বর্তমান রাজ্যের জোট সরকারের জোট সঙ্গী তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর দেব বর্মণ। রাজ্য সরকারকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার বার্তা দিয়েছেন প্রদ্যোত কিশোর। অন্যথায় পথে নামার হুঁশিয়ারিও এদিন ভিডিও বার্তার মধ্যে দিয়ে রাজ্য সরকারকে দিয়ে দেন তিনি।