To organize blood donation camps, people from all sections of society must come forward: Chief Minister
To organize blood donation camps, people from all sections of society must come forward: Chief Minister

রক্তদান একটি সামাজিক কর্তব্য। নতুন প্রজন্মকে এই সামাজিক কর্তব্য পালনে আরও বেশি করে এগিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করতে হবে। আজ আগরতলা ফায়ার ব্রিগেড চৌমুহনি সংলগ্ন জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের ৭০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী বলেন, একজন মানুষের দান করা রক্তের মাধ্যমে ৩ থেকে ৪ জন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানো যেতে পারে। রাজ্যে রক্তের চাহিদা পূরণে সরকারি এবং বেসরকারি উদ্যোগে বক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। রক্তদানের ক্ষেত্রে দেশের মধ্যে রাজ্যের বিশেষ সুনাম রয়েছে। তাই নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করতে সমাজের সব অংশের মানুষকে এগিয়ে আসতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, ডিড রাইটার্স অ্যাসোসিয়েশন তাদের কর্মব্যস্ততার মধ্যেও রক্তদানের মতো সামাজিক কাজে এগিয়ে এসেছে। ডিড রাইটার্স অ্যাসোসিয়েশন মানুষকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে নানা গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে। আগামীদিনেও অ্যাসোসিয়েশন এ ধরনের সামাজিক কাজে নিয়োজিত থাকবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক গৌতম কুমার দাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৈতন্য গৌড়িয় মঠ শ্রী জগন্নাথ জিউ মন্দিরের ভিক্ষু কমল বৈষ্ণব মহারাজ, প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত বি.কে. মমতা বেহেনজি, কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, সমাজসেবী শ্যামল কুমার দেব।