পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন, যা এই অঞ্চলের আর্থিক প্রবৃদ্ধি ও বাণিজ্যিক সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।এই ট্রেনের সূচনা আমাদের লজিস্টিক ব্যবস্থাপনায় একটি নতুন দিগন্ত উন্মোচন করছে। আগরতলা থেকে ভারতের বিভিন্ন বাণিজ্যিক হাব যেমন কলকাতা, গুয়াহাটি ও দিল্লি পর্যন্ত দ্রুত পণ্য পরিবহন এখন অনেক বেশি সহজ ও কার্যকর হবে।ত্রিপুরা এবং উত্তর-পূর্বাঞ্চলের জন্য এটি একটি বিশেষ দিন। পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন এই অঞ্চলের কৃষিজ পণ্য, হস্তশিল্প ও ক্ষুদ্র ব্যবসাকে দেশের মূলস্রোতের সঙ্গে যুক্ত করতে সাহায্য করবে।এখুনি রওনা দিল আমাদের গর্ব, আগরতলা স্টেশন থেকে প্রথম পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন।

Today marks a historic moment for the people of Tripura, as a new journey is about to begin from Agartala Railway Station.