Tripura CM Dr Manik Saha inaugurates 43rd Agartala Book Fair
Tripura CM Dr Manik Saha inaugurates 43rd Agartala Book Fair

বৃহস্পতিবার আগরতলা হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে শুরু হয়েছে ৪৩ তম আগরতলা বইমেলা। আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মন্ত্রী সান্তনা চাকমা, বিধায়িকা মিনা রানী সরকার সহ অন্যান্যরা।

বই মেলার উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে এইবার বই মেলার দিনক্ষণ ঠিক করা হয়েছে। বর্তমানে মানুষ বই খুব কম ক্রয় করে। সামাজিক অনুষ্ঠানে বই উপহার দেওয়ার আহ্বান জানান সকলের প্রতি। তাহলে বই বিক্রেতারা যেমন লাভবান হবে, তেমনি বই লেখকরাও উৎসাহিত হবে। বই মানুষের মধ্যে চেতনার সিমানা বৃদ্ধি করে। বই মেলা মনন ও মেধার একটা উৎসব। জ্ঞান অর্জনের উৎস হচ্ছে বই। তার কোন বিকল্প নেই।

 নতুন প্রজন্মকে বই পড়ার প্রতি আকৃষ্ট করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও মন্ত্রী সান্তনা চাকমা সহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন। সকলের বই মেলা ও বই-এর গুরুত্ব তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি স্টলের ফিতা কেটে স্টল গুলির উদ্বোধন করেন। এবং বই-এর বিভিন্ন স্টল গুলি ঘুরে দেখেন। এইদিনের অনুষ্ঠানে বই প্রেমীদের পাশাপাশি সাধারন মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। উল্লেখ্য ৪৩ তম আগরতলা বই মেলা চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।