Tripura Gramin Bank distributes relief to the flood affected victims
Tripura Gramin Bank distributes relief to the flood affected victims

আজ ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অবিভক্ত উত্তর জেলার আঞ্চলিক অফিসের পক্ষ থেকে উনকোটি জেলার সদর কৈলাশহরে বন্যায় আক্রান্ত লোকেদের জন্য একটি ত্রাণ সামগ্রী বণ্টন শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরে কৈলাশহর মিউনিসিপাল কাউন্সিলের কাউন্সিলর গণ ও মাননীয়া চেয়ার পারসন শ্রীমতী চপলা দেবরায় মহোদয়া ও ব্যাংকের আঞ্চলিক সঞ্চালক শ্রী প্রসেনজিৎ চক্রবর্তী মহোদয় উপস্থিত ছিলেন। মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কৈলাশহরের উনকোটি কলাক্ষেত্রে। সেখানে প্রায় দুশো বন্যা পীড়িত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়।

মাননীয়া চেয়ার পারসন মহোদয়া ব্যাংকের এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন এবং বলেন যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে আঞ্চলিক সঞ্চালক বেশ কিছু দিন ধরেই এই ব্যাপারে যোগাযোগ করছিলেন এবং ওনার এই প্রয়াস আজ সম্পূর্ন হল. ব্যাংকের আঞ্চলিক সঞ্চালক শ্রী প্রসেনজিৎ চক্রবর্তী বলেন যে বন্যা পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র এই প্রয়াস হয়তো মানুষের কষ্টের তুলনায় কিছুই নয়, তবু এই কষ্টে ব্যাংক মানুষের পাশে দাঁড়াতে পেরেছে এটা একটা খুব সুন্দর ব্যাপার। তিনি আরও বলেন এর আগে এই একই কারণে মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ব্যাংকের সর্বোচ্চ আধিকারিক যথা চেয়ারম্যান, জেনারেল ম্যানেজারদের দ্বারা পনেরো লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে ব্যাংককে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

শ্রী চক্রবর্তী আরো জানান যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক আগেও এই ধরণের সামাজিক কার্যকলাপের সাথে যুক্ত ছিলো এবং ভবিষ্যতেও থাকবে।

অনুষ্ঠানে উপকৃত জনসাধারণ ব্যাংকের এই উদ্যোগে খুব খুশী।