ঝড়ের দাপটে লন্ডভন্ড বাড়িঘর, গাছপালা, বিদ্যুতিক খুঁটি, ছাগল খামার। ক্ষতিগ্রস্ত পরিবার গুলি সরকারি সহযোগিতা দাবি করেন। শনিবার রাতে ঝড়ের ধমকা হাওয়ার এক মুহূর্তের মধ্যে লণ্ডভন্ড কল্যাণপুরের বিভিন্ন গ্রাম। ঝড়ের দাপটে বহু বাড়িঘর, গাছপালা, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে।
কোথাও কোথাও বেশ কয়েকজন আহত হওয়ারও খবর পাওয়া গেছে। জানা গেছে, শনিবার রাত সাড়ে আটটা নাগাদ আচমকা ঝড় শুরু হয়। ঝড়ে বিভিন্ন গ্রামবাসীদের বাড়ি ঘরের টিনের ছাউনি, সিমানার বেড়া ভেঙে পড়ে। ভেঙ্গে পড়ে গাছপালা ও বিদ্যুতিক খুঁটি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি ঘিলাতলি, কমলনগর, উত্তর কমলনগর, উত্তর ঘিলাতলি, পূর্ব কল্যাণপুর, কুঞ্জবন এলাকায়।
পূর্ব কুঞ্জবন পঞ্চায়েতের গোপালনগর গ্রামে ঝড়ের দাপটে জনৈক কৃষক পরিবার সর্বস্বান্ত হয়েছে। গ্রামের বাসিন্দা প্রবোধ রুদ্রপালের খামারবাড়িতে বিশালাকার ছাগল ফার্মের চারটি ঘর নষ্ট হয়। পরে ফার্মের সমস্ত ছাগল উধাও হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা বলে জানান গৃহকর্তা। ইতিমধ্যে প্রশাসনের কাছে সহযোগিতার দাবি করে ক্ষতিগ্রস্তরা। এবং বিদ্যুহীন হয়ে আছে বহু গ্রাম।